শিরোনাম

South east bank ad

ডিআরইউ’র সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ‘মাস্ক’ দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ডিআরইউ’র সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ‘মাস্ক’ দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ‘মাস্ক’ প্রদান করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে মাস্ক হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যাবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. অলি আহাদ ঠাকুর। এসময় সাথে ছিলেন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরী।

সুরক্ষাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যাবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. অলি আহাদ ঠাকুর বলেন, সাংবাদিকদের পাশে থাকতে পেরে গর্বিত তাদের ইউনিভার্সিটি। ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেবামূলক কাজে পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম ও রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিআরইউকে সুরক্ষা সামগ্রী ‘মাস্ক’ প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানানো হয়।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: