প্রধানমন্ত্রী কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছেন: পর্যটন প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করছেন।
শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী নানা সহায়তা অব্যাহত রেখেছেন।
এ সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করেন পর্যটন প্রতিমন্ত্রী।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।