শিরোনাম

South east bank ad

রফতানিতে সিআইপি নির্বাচিত ১৮০ জন

 প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রফতানিতে সিআইপি নির্বাচিত ১৮০ জন

দেশের রফতানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করা হয়েছে ১৮০ জনকে। সিআইপি রফতানি নীতিমালা-২০১৩ অনুযায়ী তাদের নির্বাচিত করা হয়। গত বুধবার এক প্রজ্ঞাপনে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

এবার পণ্য রফতানি ক্যাটাগরিতে বিভিন্ন খাতে ১৪০ ব্যক্তিকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে কাঁচা পাট শ্রেণীতে চারজন, পাটজাত পণ্যে চার, চামড়া ও চামড়াজাত পণ্যে পাঁচ, হিমায়িত খাদ্যে আট, ওভেন পোশাকে (একক) ১৭, ওভেন পোশাক (গ্রুপ) শ্রেণীতে চার, কৃষি পণ্যে আট, কৃষি প্রক্রিয়াজাত পণ্যে তিন, হালকা প্রকৌশল পণ্যে তিন, ফার্মাসিউটিক্যালস শ্রেণীতে চার, হস্তশিল্প শ্রেণীতে তিন, হোম টেক্সটাইলে তিন, নিট পোশাকে (একক) ২৫, নিট পোশাকে (গ্রুপ) সাত, সিরামিক পণ্যে দুই, প্লাস্টিক পণ্যে এক, বস্ত্র খাতে সাত এবং কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ও ডাটা প্রসেসিং ইত্যাদি পণ্য ও সেবা শ্রেণীতে চারজন সিআইপি নির্বাচিত হয়েছেন। এছাড়া বিবিধ পণ্য শ্রেণীতে ২৩ জন ও ইপিজেডভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধি সিআইপি হয়েছেন। 

এ খাতে নির্বাচিত সিআইপিদের মধ্যে রয়েছেন আকিজ জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, রিফাত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম মুশাররাফ হুসাইন, প্রাণ ডেইরি লিমিটেডের পরিচালক আহসান খান চৌধুরী, এলিন ফুড প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, স্কয়ার ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, শাইনপুকুর সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক শেখ জামিল উদ্দিন, আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ আমানউল্যাহ, বিএসআরএম স্টিলসের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ। 

অন্যদিকে ট্রেড ক্যাটাগরিতে বিভিন্ন খাতে ৪০ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে এফবিসিসিআইয়ের ‘ক’ শ্রেণীর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত ১৪ জন পরিচালক, ‘খ’ শ্রেণীর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত ১৫ জন পরিচালক, ‘গ’ শ্রেণীর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত ছয়জন পরিচালক, ‘ঘ’ শ্রেণীভুক্ত অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত পাঁচজন পরিচালক সিআইপি মর্যাদা পাচ্ছেন। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমিন, ড. কাজী এরতেজা হোসেন, সালাহউদ্দিন আলমগীর, এমএ রাজ্জাক খান, দীলিপ কুমার আগরওয়ালা প্রমুখ। 

গেজেটে উল্লেখ করা হয়েছে, সিআইপি (রফতানি) হিসেবে নির্বাচিত ব্যবসায়ীরা সচিবালয়ের প্রবেশ পাস, গাড়ির স্টিকার এবং জাতীয় অনুষ্ঠান ও পৌরসভায় নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া ব্যবসাসংক্রান্ত সফরে বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার, ব্যবসাসংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লেটার অব ইনট্রোডাকশন, স্ত্রী-পুত্র-কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধায় অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন।

সিআইপির (রফতানি) মেয়াদ এক বছর। তবে পরবর্তী বছরে সিআইপি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তাদের মেয়াদ থাকবে। ট্রেড শ্রেণীর সিআইপিদের মেয়াদ তাদের সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের পদে বহাল থাকা অথবা পরবর্তী সিআইপি ঘোষণা যেটি আগে হয়, সে পর্যন্ত কার্যকর থাকবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: