নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার-তৌফিক-ই-এলাহী চৌধুরী
দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।
তিনি বলেন, ‘দেশের জ্বালানি খাতে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সরকার জ্বালানি খাতের বিদ্যমান এ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে।’
গতকাল বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে (আইসিডিআরইটি-২০২৪) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তৌফিক-ই-এলাহী বলেন, ‘অর্ধযুগ আগেও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ধারণা নতুন ছিল। বর্তমানে সরকার নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ কার্বন নিঃসরণ কমাতে কাজ করছে এবং এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
দেশে বর্তমানে সরকারি উদ্যোগে প্রায় এক মিলিয়ন সোলার পাম্প স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর বাইরে সোলারনির্ভর ইলেকট্রনিক চুলার মাধ্যমে রান্নার ব্যবস্থা করার প্রযুক্তি নিয়ে কাজ করছে। এছাড়া এলপিজি ও এলএনজির মাধ্যমেও দেশের জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে।’
সেমিনারে উত্থাপিত গবেষণার বিষয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তা এ খাতে আগামী দিনের চ্যালেঞ্জ উত্তরণে কাজে দেবে।
সম্মেলনের শুরুতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে তা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা করেন বক্তারা। এছাড়া সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়।
তিন দিনব্যাপী এবারের আন্তর্জাতিক এ সম্মেলনে কানাডা, তুরস্ক, নেপাল, ভুটান, ফিলিপাইন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বছরের সম্মেলনে পাঁচটি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা এবং একটি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের জ্বালানি গবেষণার ওপর দেশী-বিদেশী বিশেষজ্ঞরা আলোচনা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন আইসিডিআরইটি-২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. ইস্তেখাব আলম।