নারায়ণগঞ্জে ইজিবাইক চালক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জ বন্দরে চালক ফেরদৌস হাসানকে (১৯) গলা কেটে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল মঙ্গলবার ভোরে বন্দরের মদনগঞ্জে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মো. রকিব (২০) এবং তার বড় ভাই মো. রাজিবকে (৩৩) গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১১’র উপপরিচালক একেএম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার একটি মাঠ থেকে ইজিবাইক চালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল ইসলাম। পরে র্যাব তদন্ত শুরু করে। এর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় ২ আসামিকে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আসামি রকিব। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার হয়নি।
জানা গেছে, হত্যাকাণ্ডের সময় রকিবের সঙ্গে ছিল তার বন্ধু সিপলু। র্যাবের পক্ষ থেকে হত্যাকাণ্ডে রাকিবের ভাই রাজিবের জড়িত থাকার বিষয়ে কিছু জানানো হয়নি। তা ছাড়া সিপলু এখনো পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।