ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে রূপালী ব্যাংক

শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। এজন্য ২৭ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে শেয়ার ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সরকারের পক্ষে অর্থ বিভাগের সচিবের অনুকূলে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক। ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এ সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাইব্রিড প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ জুলাই। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৪৬ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫। এর ৯০ দশমিক ১৯ শতাংশই রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।