South east bank ad

ইউনিটহোল্ডাররা চাইলে মেয়াদি ফান্ড অবসায়ন করতে পারবেন

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ইউনিটহোল্ডাররা চাইলে মেয়াদি ফান্ড অবসায়ন করতে পারবেন

দুই যুগ পুরনো মিউচুয়াল ফান্ড বিধিমালা সংস্কার করে নতুন একটি বিধিমালার খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোকে সংখ্যাগরিষ্ঠ ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে অবসায়ন কিংবা রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। খসড়া বিধিমালার বিষয়ে অংশীজনদের মতামত পাওয়ার পর এটি চূড়ান্ত করা হবে।

খসড়া বিধিমালায় বিদ্যমান মেয়াদি মিউচুয়াল ফান্ড নামে একটি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএসইসি প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ অনুযায়ী, বিধিমালাটি সরকারি গেজেট প্রকাশের পর নতুন কোনো মেয়াদি স্কিম চালু করা যাবে না। ভবিষ্যতে শুধু বেমেয়াদি স্কিম অনুমোদনের সুযোগ পাবে।

তবে বিদ্যমান মেয়াদি স্কিমের জন্য রাখা হয়েছে বিশেষ বিধান। গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেনমূল্য স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের মধ্যে যেটি বেশি হয়, তার তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডটির ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতা ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে স্কিমটিকে বেমেয়াদিতে রূপান্তর অথবা অবসায়ন করার সিদ্ধান্ত নেয়া যাবে। এক্ষেত্রে শর্ত হলো ছয় মাস শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে। রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে ইজিএম করতে হবে।

বিদ্যমান মেয়াদি ফান্ড বা স্কিমকে বেমেয়াদিতে রূপান্তর করা যাবে ইজিএমের সিদ্ধান্তে। সভায় উপস্থিত অন্তত তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডার রূপান্তরের পক্ষে ভোট দিলে বিএসইসির অনুমোদন সাপেক্ষে ফান্ডটি বেমেয়াদি স্কিমে রূপান্তর হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কমিশনের জারীকৃত আদেশে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী। তবে শর্ত হলো যে সভায় রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হবে সেখানে ফান্ড-সংশ্লিষ্ট পক্ষগুলো বহাল থাকবে নাকি পরিবর্তন হবে সে সিদ্ধান্তও গৃহীত হতে হবে।

বিদ্যমান মেয়াদি স্কিম অবসায়নের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ শেষ হলে স্কিমটি অবসায়ন হবে। বিশেষ কারণে কমিশনের অনুমোদন সাপেক্ষে ট্রাস্টি স্কিমটি অবসায়ন করতে পারে। স্কিমের ৭৫ শতাংশ ইউনিটহোল্ডার যদি অবসায়নের পক্ষে ভোট দেন অথবা ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে বিএসইসির নির্দেশে স্কিমটি অবসায়ন হতে পারে।

মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ শুধু স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা পুনরায় গণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ার ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। তবে মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, এটিবি বা এসএমই প্লাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। তবে শর্ত রয়েছে, বিনিয়োগের পর মূল বোর্ড থেকে কোনো সিকিউরিটিজ তালিকাচ্যুত হলে বা এটিবি কিংবা এসএমই বোর্ডে স্থানান্তরিত হলে তালিকাচ্যুতির ছয় মাসের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। ফান্ডের অর্থ এ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংসম্পন্ন কোনো বন্ড, ডেট সিকিউরিটিজ কিংবা ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

এ বিধিমালা লঙ্ঘন করলে বিএসইসি বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আইনে নির্ধারিত জরিমানা ও শাস্তি, নির্দিষ্ট মেয়াদের জন্য নিবন্ধন স্থগিত, নিবন্ধন বাতিল, অন্য কোনো স্কিম গ্রহণ বা মিউচুয়াল ফান্ড গঠনে নিষেধাজ্ঞা, ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপক কিংবা হেফাজতকারী হিসেবে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপক কিংবা হেফাজতকারীর প্রধান নির্বাহী কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ, অব্যাহতি বা নিয়োগ বাতিল এবং পুঁজিবাজার থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিতে পারবে কমিশন।

BBS cable ad