না’গঞ্জে ৬৯৮ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ৬৯৮ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতাররা হলেন- মো. সোহেল (২৭) এবং তার দুই সহযোগী মো. আক্তার হোসেন (৪২) ও মো. আরিফুল ইসলাম (২১)। তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
শনিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
এতে বলা হয়, শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৩। অভিযানে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৬৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তিনি জানান, আসামিরা তাদের স্বীকারোক্তিতে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল বলে জানিয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।