১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের ১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. তোফাজ্জল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়।
এর আগে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হাজী কফিল উদ্দিনকে নিজ মার্কেটের সামনে গুলি করে হত্যার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন।
র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, ঘটনার পরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিগণ আত্মগোপনে চলে যান। ১৯ বছর ধরে পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।