South east bank ad

বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ আটক ২

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ আটক ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার ভোরে বিজয়নগর উপজেলার মহেষপুর (মধ্যপাড়া) এলাকার চান্দু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিজয়নগর উপজেলার মহেষপুর (মধ্যপাড়া) এলাকার চান্দু মিয়ার ছেলে ইমন মিয়া এবং সদর উপজেলার সরকারপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মো. বুলবুল মিয়া।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার মহেষপুর (মধ্যপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: