South east bank ad

পুঁজিবাজারে টানা তিনদিন দরপতন

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারে টানা তিনদিন দরপতন

পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই দেশের পুঁজিবাজারে টানা নিম্নমুখিতা দেখা যাচ্ছে। গত তিনদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৬ পয়েন্ট হারিয়েছে। এ সময় ডিএসইএক্সের গড় লেনদেন ছিল ৫০০ কোটি টাকার নিচে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। তবে মার্কিন শুল্কের প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় শেয়ার বিক্রির চাপে ধীরে ধীরে পয়েন্ট হারাতে থাকে সূচক। যদিও দুপুরের পর সূচকে ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। কিন্তু বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে দিন শেষে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক।

দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক গতকাল ১ দশমিক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বীকন ফার্মা, ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৪৮৩ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৬৯ কোটি ৯০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৯৪ আর অপরিবর্তিত ছিল ৫৫টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে মিউচুয়াল ফান্ড খাত। ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। প্রকৌশল খাত ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ৯ শতাংশ।

গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৭ শতাংশ, কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ৫ ও পাট খাতে ২ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন আর্থিক প্রতিষ্ঠান খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে দশমিক ৭ এবং টেলিকম খাতে দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৩ দশমিক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৮ দশমিক ২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর। গতকাল সিএসইতে ৬ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ কোটি ১০ লাখ টাকা।

BBS cable ad