South east bank ad

ড. কামালউদ্দিন আহমদ জবির ভারপ্রাপ্ত উপাচার্য

 প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

ড. কামালউদ্দিন আহমদ জবির ভারপ্রাপ্ত উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ শেষে নতুন ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মীজানুর রহমান এর ভাইস চ্যান্সেলর পদের মেয়াদ পূর্তিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ ও নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১০ (৩) ধারামতে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. কামালউদ্দিন আহমদ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: