শিরোনাম

South east bank ad

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন হিসেবে যোগ দিলেন মো. সিয়াম হোসেন

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন হিসেবে যোগ দিলেন মো. সিয়াম হোসেন

মো. সিয়াম হোসেন, এক সম্ভাবনাময় তরুণ। তথ্য প্রযুক্তিখাতে অসাধারণ দক্ষতা রয়েছে তার। পাশাপাশি যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ব্রান্ড এন্ড কমিউনিকেশনে। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকেই আছেন বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সাথে। দীর্ঘ ৫ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর জন্য।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর ৫ম বর্ষপূতিতে আনুষ্ঠানিকভাবে হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন হিসেবে যোগ দিলেন মো. সিয়াম হোসেন। আজ এক অনাড়ম্বর পরিবেশে প্রধান সম্পাদক গাজী আইয়ুব হোসেন শাওন বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম টিমের সব বিভাগের প্রধানদের উপস্থিতিতে মো.সিয়াম হোসেন এর হাতে তার আইডি কার্ড তুলে দেন।

পরে টিম বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সব সদস্যের সাথে মো. সিয়াম হোসেনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্পাদক মোঃ ইউছুফ হোসেন, নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান, হেড অব ডিজিটাল এন্ড মিডিয়া স্ট্রাটেজি শেখ মিজানুর রহমান (জুয়েল), হেড অব এডমিন মো. রাকিব হোসেন পলাশ, সাব এডিটর হোসাইন আহমেদ মিয়াজি, হেড অব ফটো জার্নালিস্ট ডিপার্টমেন্ট আবু নাঈম নোমান, মার্কেটিং এক্সিকিউটিভ মামুন ভূইয়া।
যোগ করা দরকার, সিয়াম হোসেন বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর প্রকাশক নীলিমা চৌধুরী ও সম্পাদক মোঃ ইউছুফ হোসেন এর জ্যেষ্ঠ পুত্র ।

BBS cable ad

সফলতার গল্প এর আরও খবর: