রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উদ্দিন নুরীকে রাজউকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগে সংযুক্ত প্রধান (শিল্প ও শক্তি বিভাগ) ড. সাঈদ হাসান শিকদারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।