সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের নতুন এমডি রিয়াজউদ্দীন আহমেদ
বাংলাদেশের বেসরকারি খাতে প্রথম জ্বালানি তেল আমদানিকারক, পরিবেশক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ (অব.)। ১ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। অন্যদিকে এসওএসসিএলর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম হাফিজুর রহমান প্রতিষ্ঠানটির উপদেষ্টা পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
রিয়াজউদ্দীন আহমেদ সামিট গ্রুপ অব কোম্পানিজের একজন উপদেষ্টা এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) স্বতন্ত্র পরিচালক। তার যোগ দেয়ার বিষয়ে সামিট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ একজন নিষ্ঠাবান, পরিশ্রমী, বুদ্ধিসম্পন্ন ও জ্ঞানী ব্যক্তিত্ব। সামিটের জ্বালানি এবং বন্দর ব্যবসার নেতৃত্বে তাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
রিয়াজউদ্দীন আহমেদ বাংলাদেশ নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ এবং সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে (ডিজিডিপি) দায়িত্ব পালন করেছেন।