চট্টগ্রামে কারাগারে নতুন জেলার তারিকুল
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নতুন জেলার হিসেবে পদায়ন করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে। বুধবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন স্বাক্ষরিত এক আদেশে দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার এর দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় বদলিকৃত (কারা অধিদফতরে সংযুক্ত) চট্টগ্রামের সাবেক জেলার মো. রফিকুল ইসলামকে কারা অধিদফতর থেকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
গত ৬ মার্চ চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যায় রুবেল নামের এক আসামি। এ ঘটনায় সেদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা করেন তৎকালীন জেলার মো. রফিকুল ইসলাম। পরে চট্টগ্রাম কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে বদলি, দুই কারারক্ষীকে বরখাস্ত ও সহকারী প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়।