চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের দায়িত্বে চমেক অধ্যক্ষ ডা. সাহেনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. সাহেনা আকতারকে চিকিৎসা অনুষদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
গত ৪ জানুয়ারি চবি চিকিৎসা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পান চমেকের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। কিন্তু সম্প্রতি ইনস্টিটিউট অব পাবলিক হেলথ্ নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালকের দায়িত্ব পাওয়ায় চবি চিকিৎসা অনুষদের ডিনের পদটি শূন্য হয়।