কাশিয়ানীতে "সমমনা শিক্ষক পরিষদ" এর সন্মাননা পেলেন হায়দার হোসেন
মেহের মামুন (গোপালগঞ্জ) :
মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা পেয়েছেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। তিনি ইতিবাচক সাংবাদিকতা করে জনতার কল্যানে কাজ করার স্বীকৃতি হিসেবে এই সমম্মনা পেয়েছেন। ২৯ মার্চ রবিবার গোপালগঞ্জের কাশিয়ানীর সমমনা শিক্ষক সমাজের আয়োজনে জয়নগর ইয়ার আলী খান কলেজ চত্বরে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, জেলা পরিষদ সদস্য লুৎফর রহমান, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জয়নগর স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দীন, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বিশ্বাস, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী ওমর হোসেন, শেখ নুর মোহাম্মদ, বিশ্বনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল বশার মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমমনা শিক্ষক সমাজ সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে সন্মাননা পেয়েছেন দুর্নীতি প্রতিরোধে কাজী ওমর হোসেন, গনিত শিক্ষায় অবসরগ্রহণ করায় এএনএম. নজরুল হক, প্রাথমিকে ৩০ বছর সুনামের সাথে শিক্ষকতা করায় শেখ নুর মোহাম্মদ, খলিলুর রহমান থান্দার, আক্রামুজ্জামান, নলিনী রঞ্জন বিশ্বাস, ইলিয়াস আক্তার সাবু, প্রবীর চক্রবর্তী, ভবতরণ বিশ্বাস, কমলেশ পোদ্দার, জাহিদুল ইসলাম সর্দার, মুজাহিদুল ইসলাম।
প্রতি বছরই নানান কার্যক্রমে এই সংগঠন সমাজের ব্যাপক ভূ’মিকা রাখছে বলে সংগঠনের সাধাররন সম্পাদক বেলায়েত হোসেন জানান।