শিরোনাম

South east bank ad

সয়াবিন লিটারে আরও ১২ টাকা বাড়ানোর প্রস্তাব

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দরপত্র

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাজারে নিত্যপণ্যের অসহনীয় দামে এমনিতেই কাবু ভোক্তা। এর মধ্যে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তিতে দেশের বাজারে সয়াবিনের লিটারে ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’।

সমিতির সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে (বিটিসি) পাঠানো হয়েছে। দাম বাড়াতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের

অনুমতি লাগবে। মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

চিঠিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা দিয়েছে- নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগামী ১ মার্চ থেকে খুচরা বাজারে গ্রাহকদের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১৮০ টাকায়।

এক লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ৮৭০ টাকা। এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম কার্যকর হলে সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড হবে।

উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন ১ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। গত ২০ দিনে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। এ কারণে কোম্পানিগুলো দাবি করছে, দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা এবং পাঁচ লিটার তেলের দাম ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৪৩ টাকা এবং পাম তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১৩৩ টাকা করা হয়।

BBS cable ad