বরিশাল জেলা পুলিশের কুচকাওয়াজ ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বরিশালের রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
আজ বুধবার (৯ মার্চ) বরিশাল পুলিশ লাইন্স-এ বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মারুফ হোসেন, পিপিএম পুলিশ সুপার বরিশাল।
ডিআইজি প্যারেডেএ অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও থানা থেকে আগত অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। অতঃপর ডিআইজি বরিশাল জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার, মেহেন্দীগঞ্জ সার্কেলসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।