শিরোনাম

South east bank ad

বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না: বিএমপি কমিশনার

 প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না: বিএমপি কমিশনার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা ফেব্রুয়ারী /২০২২ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার বিএমপি অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।

সভার শুরুতেই সভাপতি বিগত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র'র সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতি বলেন মেট্রোপলিটন এলাকায় কোন প্রান্তিক মানুষ চোরের কবলে নিঃস্ব হয়ে গেছে এমন খবর শুনতে চাই না।" চুরি, ছিনতাই, মাদক সহ যাবতীয় অপরাধ দমনে ইফেক্টিভ পেট্রোলিং জোরদার করতে হবে। মাদক নির্মূলে ঝাঁকুনি আরও শক্তভাবে বাড়াতে হবে। প্রতিটি ঘটনার উপমা, বিশ্লেষণ, যুক্তি তদন্ত সহ সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা নিয়মিত মনিটরিং ও তদারকি করতে হবে।

তিনি আরও বলেন, গায়ে সুবাতাস থাকলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। বিএমপিতে মডেল ওসি ছাড়া কোন ট্রেডিশনাল ওসির জায়গা হবে না। নারী শিশু নির্যাতন সংক্রান্ত মামলা রুজুর ক্ষেত্রে কোথাও বিলম্ব করা যাবে না।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ -পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: