পিএইচপি’র তৃতীয় প্রজন্মের দ্বিতীয় ‘কাণ্ডারি’ নোভেদ মিজান
তৃতীয় প্রজন্মের ‘কাণ্ডারি’ হিসেবে পিএইচপি ফ্যামেলি’তে ‘পা’ রাখলেন পিএইচপি ফ্যামেলি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেনের বড় সন্তান নোভেদ মিজান ইকবাল। তিনি একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সুফি মিজানুর রহমানের নাতি এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের ভাতিজা। নোভেদ মিজান পিএইচপি ফ্যামেলিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগের অধীনে কাজ করবেন তিনি।
৫ জানুয়ারি, রোববার সকালে বিশেষ মোনাজাত এবং ফুল দিয়ে নোভেদ মিজানকে বরণ করে নেন পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ। এর আগে ২০২২ সালে তৃতীয় প্রজন্মের প্রথম ‘কাণ্ডারি’ হিসেবে পিএইচপিতে পা রেখেছলেন ভিক্টর মহসিন।
নোভেদ মিজানের লেখাপড়ার হাতেখড়ি ফ্লোবেল প্রেল স্কুলে হলেও ২০২১ সালে স্কুলের গণ্ডি পেরিয়েছেন ইন্টারন্যাশনাল স্কুল অফ কুয়ালালামপুর থেকে। এর পরের গল্পটা পুরোটাই নোভেদের নিজের। নিজ ইচ্ছা ও প্রচেষ্ঠায় ভর্তি হয়েছেন বিশ্বসেরা ইউনিভার্সিটি পার্ডো বিশ্ববিদ্যালয়ে (Purdue University)। সেখান থেকে ফাইন্যান্স এবং প্লানিং ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে ব্যাচেলর সম্পন্ন করেন তিনি।
এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় নোভেদ মিজান জানান, তারুণ্যের স্বপ্নদ্রষ্টা সুফি মিজানুর রহমানের হাত ধরে পিএইচপি’র যাত্রা শুরু হয়েছে। চাচ্চুদের দিক নির্দেশনায় আমি দাদুর সে স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, দেশ এবং দেশের বাহিরে পিএইচপি ফ্যামেলির সুনাম রয়েছে। তৃতীয় প্রজন্মের হাত ধরেও যেন সে সুনাম অক্ষুন্ন থাকে আমরা সবাই সে চেষ্টাই করবো।
তৃতীয় প্রজন্মের কাণ্ডারি হিসেবে মেধা ও যোগ্যতায় পিএইচপিতে নিজের অবস্থানকে নিশ্চিত করা ভিক্টর মহসিন বলেন, ‘নোভেদ’ অনেক বেশি একটিভ একটি ছেলে। অক্সিজেন স্পোর্টজোনের প্লান থেকে শুরু করে সব কিছুতেই সে আমার সাথে ছিলো। অনেক মেধাবী সে। আমার বিশ্বাস সে আমার চাইতেই ভালো কাজ করতে পারবে।
পিএইচপি’র ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ বলেন, পার্ডো ইউনিভার্সিটির মতো বিশ্ব বিখ্যাত একটি বিশ্বাবিদ্যালয়ে সে পড়াশোনা করেছে। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং নিজ উদ্যোগে। এটা অনেক বড় একটা বিষয়। আলী হোসেন সোহাগ আরও বলেন, আমি বিশ্বাস করি নোভেদের মেধা ও শ্রম পিএইচপিকে অনেকদূর নিয়ে যাবে।
পিএইচপিপিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, আমরা আমাদের সন্তানদের প্রায় সময় মনে করিয়ে দেই’ তোমরা আমাদের অনুসরণ করার দরকার নাই। তোমরা তোমাদের দাদুকে অনুসরণ এবং অনুকরণ কর। তিনি আরও বলেন, সুফি মিজানুর রহমান শুধু একজন ব্যক্তিই নন তিনি একটি প্রতিষ্ঠান। যাকে অনুসরণ করলে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলা সহজ হয়।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাবা একটা অলিখিত নিয়ম করে দিয়েছেন। আমাদের পরিবারের কেউ কোম্পানিতে সরাসরি পরিচালক হিসেবে ঢুুকতে পারবে না। পরিচালক হওয়ার আগে নিজেকে প্রমাণ করতে হবে। এক সময় আমরা ভাইয়েরা ‘শিক্ষানবিশ’ হিসেবে পিএইচপিতে কাজ করা শুরু করেছি। এরপর পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছেন বাবা ।
তৃতীয় প্রজন্মের প্রত্যেক সদস্যকে পিএইচপিতে তার ক্যারিয়ার গড়ে চাইলে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যাত্রা শুরু করতে হবে। দু বছর আগে ভিক্টর মহসিনও একইভাবে পিএইচপিতে যোগ দিয়েছিল। যোগ করেন তিনি।