আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং—সিজন টুর সম্প্রচার শুরু আজ

টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে আজ শুরু হচ্ছে দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং—সিজন টু’র সম্প্রচার। এখন থেকে প্রতি শুক্র ও শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে রাত সোয়া ৮টায়, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ও দীপ্ত টেলিভিশনে রাত সাড়ে ৯টায় এবং ওটিটি প্লাটফর্ম চরকিতে নতুন পর্ব প্রচার করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এবারের সিজনে অংশ নিয়ে যিনি প্লেটিং মায়েস্ট্র হবেন, তিনি পাবেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। এছাড়া প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ এবং চতুর্থ ও পঞ্চম রানারআপ পাবেন ১ লাখ টাকা।
সেই সঙ্গে থাকছে সার্টিফিকেট, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যারের ডিনার সেট।