South east bank ad

আনসার আল ইসলাম সংগঠনের উগ্রবাদী কার্যক্রমের অপরাধে গ্রেফতার

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অদ্য ২৭/০১/২০২২খ্রিঃ তারিখ ডিএডি/৬৬৩৯৮ মোঃ বুলবুল আহমেদ (র‌্যাব-৯, সিলেট) কর্তৃক এয়ারপোর্ট থানাধীন ইলেকট্টিক সাপ্লাই রোড, কলবাখানি ৫নং ওয়ার্ডস্থ খান বাড়ি, ৩০/এ, এর শিলতাজ খাঁন শিলতু বসত বাড়ির পূর্ব দুয়ারী উত্তর পাশের ঘর হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১।

কাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মোঃ মনসুর (৩৫), পিতা-মৃত কাজী শওকাতুল আম্বিয়া, মাতা-রওশন আরা বেগম, সাং-সুন্দালিল কাজীবাড়ী, পোঃ মৌজপুর, ইউনিয়ন-বোহরা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-ইলেকট্টিক সাপ্লাই রোড, কলবাখানি ৫নং ওয়ার্ড খান বাড়ি, ৩০/এ, জনৈক শিলতাজ খাঁন শিলতু এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে আটক করেন।

পরবর্তীতে তল্লাশীকালে আসামীর ব্যবহৃত টেলিগ্রাম ও অন্যান্য মিডিয়ার আইডি যাচাই করিয়া বিভিন্ন প্রকার উগ্রবাদী ও উস্কানিমূলক পোষ্ট যাহা ৩৩ পাতা স্কীনশর্ট এর প্রিন্ট কপি এবং ১০(দশ) টি জিহাদী লিফলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে অদ্য ২৭/০১/২০২২খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় জব্দ করেন।

বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা সহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে ধৃত আসামী কাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মোঃ মনসুর (৩৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২) এর (ই), (ঈ)/৮/৯/১০/১২/১৩ ধারায় নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে ডিএডি/৬৬৩৯৮ মোঃ বুলবুল আহমেদ (র‌্যাব-৯, সিলেট) বাদী হইয়া লিখিত এজাহার দায়ের করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানা এবং এসএমপি’র শাহপরাণ(রহঃ) থানায় সন্ত্রাস বিরোধী মামলা রহিয়াছে। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: