বানভাসি মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মার্কেন্টাইল ব্যাংকের দশ কোটি টাকা অনুদান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সুনামগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বানভাসি মানুষের সহায়তায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে দশ কোটি টাকা অনুদান দিয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি আজ সোমবার, ২৭ জুন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময়, গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                