South east bank ad

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম’এ অংশ নিতে নৌপ্রধানের যুক্তরাষ্ট্র গমন

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডে (Admiral Michael M.Gilday) এর আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম’ (24th International Seapower Symposium) এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M Shaheen Iqbal) আজ মঙ্গলবার (০৭-০৯-২০২১) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

যুক্তরাষ্ট্র সফরকালে নৌপ্রধান ‘২৪তম আন্তর্জাতিক সী পাওয়ার সিম্পোজিয়াম’ উপলক্ষে আয়োজিত সামুদ্রিক সম্পদের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা, সমুদ্র এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডে (Admiral Michael M.Gilday), যুক্তরাজ্যের নৌবাহিনী প্রধান ও ফার্স্ট সি লর্ড এডমিরাল টনি রেডকিন (Admiral Tony Radakin), যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এডমিরাল স্যামুয়েল জে. পাপারো (Admiral Samuel J. Paparo), ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল ইয়োদো মারগনো (Admiral Yodo Margono) এবং রিপাবলিক অব কোরিয়ার নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এডমিরাল বো সুক-জং (Admiral Boo Suk-jong) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি উক্ত সিম্পোজিয়ামে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করবেন।

উক্ত সিম্পোজিয়ামে নৌপ্রধানের অংগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। সফর শেষে নৌপ্রধান আগামী ১৯ সেপ্টে¤¦র ২০২১ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: