নৌবাহিনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের অংশ হিসেবে নৌবাহিনীর বিভিন্ন হাসপাতাল ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপক) সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল আজ রবিবার (১৮- ০৬-২০২৩) ঢাকার মিরপুরস্থ নাবিক আবাসিক এলাকায় শিশু কল্যাণ এবং চিকিৎসা কেন্দ্রে (সিডব্লিউএন্ডএমসি) এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখা ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচীর আওতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এসময় ঢাকা নৌ অঞ্চলের নৌসদস্যগণ তাদের শিশুদের নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন। শিশুর দেহের স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর এ কর্মসূচী পালন করা হয়। এরই অংশ হিসেবে দিনব্যাপী চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সকল হাসপাতাল ও শিশু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।