South east bank ad

ফের বন্ধ সাতছড়ি জাতীয় উদ্যান

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পর্যটন

ফের বন্ধ সাতছড়ি জাতীয় উদ্যান

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : মাত্র ৫ মাসখোলা থাকার পর ফের ২য় বারের মতো আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জনপ্রিয় এ পর্যটন স্পটটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধের বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ।তিনি বলেন,করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে১৫ এপ্রিল পর্যন্তসাত ছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও অন্যান্য পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধরাখতে জেলা প্রশাসন একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। সাতছড়ি জাতীয় উদ্যানের সহকারী বনকর্মকর্তা মাহমুদ হোসেনবলেন, সরকারি নির্দেশনাঅনুয়ায়ী ১ এপ্রিলথেকে সাতছড়ি উদ্যানেদর্শনার্থী প্রবেশ বন্ধঘোষনা করা হয়েছে।এ ব্যাপারে নির্দেশনাপাওয়ার পরপরই উদ্যানের গেটে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে।নির্দেশনা অমান্য করে যেন কোন পর্যটকউদ্যানের ভেতরে প্রবেশকরতে না পারেন সেজন্য নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।এর আগে গত বছরের ১৯মার্চ করোনাভাইরাস সংক্রমণ রোধে সাতছড়ি উদ্যানপর্যটকদের জন্য বন্ধকরে দেয়া হয়।এর সাড়ে ৭মাসেরও বেশি সময় পর ১ নভেম্বর উদ্যান পর্যটকদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০০৫ সালে৬শ একর পাহাড়ি জমিতে সাতছড়ি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। সিলেট বিভাগের এটি অন্যতম একটি ভ্রমণের স্থান হিসেবে পরিচিত। এই উদ্যানেপ্রায় ২০০ প্রজাতিরপাখি, ৪২ প্রজাতির সরীসৃপ ও স্তন্যপায়ী এবং ছয় প্রজাতির উভচর রয়েছে। এছাড়াওআছে লজ্জাবতী বানর,উল্লুক, চশমা হনুমান,কুলু বানর, মেছো বাঘ, মায়া হরিণ সহ নানা প্রজাতির প্রাণী। এগুলো দেখতেও সবুজ প্রকৃতির টানে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এই উদ্যানে।

BBS cable ad

পর্যটন এর আরও খবর: