চট্টগ্রামে বালি আর্কেড সুপারমল উদ্বোধন
স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি চট্টগ্রামের সবচেয়ে বড় সুপারমল ‘বালি আর্কেড’ সর্ব সাধারণের জন্য উম্মুক্ত করা হয়। শেঠ প্রপার্টিজের উদ্যোগে ব্যবসা, শপিং এবং বিনোদনের পরিপূর্ণ আয়োজন নিয়ে চট্টগ্রামের চকবাজারে উদ্বোধন হয় সুপারমলটি। সুপারমল উদ্বোধন করেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সিইও মো. আফতাব আলম শেঠ, পরিচালক মো. নুরুল আলম শেঠ, (হিসাব) ওয়াহিদুল আলম শেঠ, মো. মাশহুর আলম শেঠ, মো. উজায়ের আলম শেঠ, সারিস্ত বিনতে নুর, উমায়ের আলম শেঠ, অপারেশন টুলু-উশ্-শামস্ ও অভিনেত্রী জয়া আহসান।