শিরোনাম

South east bank ad

শেখ হাসিনা বিশ্বকে তাক লাগিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন : নাহিম রাজ্জাক

 প্রকাশ: ১৫ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

শেখ হাসিনা বিশ্বকে তাক লাগিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন : নাহিম রাজ্জাক

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে সারা বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। তিনি প্রমাণ করেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে ষড়যন্ত্র করে দাবায়ে রাখা যায় না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দেশের জনগণের অকুন্ঠ সমর্থন আছে। আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই আবারও ক্ষমতায় আসবে।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে জনসভাকে সফল করার লক্ষ্যে বুধবার দুপুরে নিজ বাসভবনে শরীয়তপুরের ডামুড্যা,  ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই এক। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ফজলুর রহমান ঢালী, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়ল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, গোসাইরহাট উপজেলার সভাপতি শাহজাহান শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান দেওয়ান, ডামুড্যা উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ প্রমূখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: