অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উপহার দিলেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার
ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ( সি.আই.পি) তাঁর আদর্শিক জীবন থেকে নেওয়া শিক্ষার আলোকে, তাঁর মেধা, শ্রম, শক্তির মাধ্যমে লালমোহন-তজুমদ্দিনের মানুষের জীবন মান পরিবর্তন করতে চান। তিনি একজন সৃষ্টিশীল নান্দনিক মানুষ, তিনি দেশপ্রেমী , দৃঢ়প্রত্যয়ী, আপসহীন, নিরন্তর সংগ্রাম করা একজন মানুষ। এই দায়বদ্ধতা থেকে দেশের মানুষের সেবা করার লক্ষে, তিনি সব সময় নিজেকে সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন। তিনি লালমোহন-তজুমদ্দিনের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিন এর গণমানুষের নেতা জনবন্ধু ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার কয়েক হাজার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, এবং পাঞ্জাবী বিতরন করেন ৷
এসময় ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, ঈদের খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতিতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো।