দোহার-নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সালমান এফ রহমান
বুধবার দোহার-নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন,প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
এদিন সকাল ১১ টায় দোহার থানার পুকুর খনন,ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। এরপর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও খামারিদের মাঝে অনুদানের চেক ও পুরস্কার তুলে দেন। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম , নবাবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মতিউর রহমান, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, দোহার সাকেল এএসপি আশ্রাফুল আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ওসি মো.মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।