ঈদে মিলাদুন্নবীর প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৭ দৃষ্টিপ্রতিবন্ধী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রবিউল আউয়াল মাস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআনের তাফসির আলোচনা, মিলাদ এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।
রোববার (৯ অক্টোবর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ প্রতিযোগিতায় ৫ ক্যাটাগরিতে ১৭ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আয়োজকরা জানান, ২০০৪ সাল থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছেন তারা। এছাড়া প্রতি বছর রবিউল আউয়াল মাসে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতা হয় অনলাইন প্ল্যাটফর্মে।