South east bank ad

বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন

বনানী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মসজিদের উদ্বোধন ফলক উন্মোচিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম, সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাবেক মহাপরিচালক মোল্লা ফজলে আকবর, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন প্রমুখ। 

BBS cable ad