শিরোনাম

South east bank ad

রমজান উপলক্ষে এমিরেটসের বিশেষ সেবা চালু

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

রমজান উপলক্ষে এমিরেটসের বিশেষ সেবা চালু

প্রতি বছরের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে নিজেদের বিশেষ সেবা চালু করতে যাচ্ছে এমিরেটস। ১৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে সব শ্রেণীর ফ্লাইটে সিয়াম পালনকারী যাত্রীদের ইফতার ও সাহরির সময় বিশেষ ডিজাইনকৃত বাক্সে পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে। এসব খাবার নিয়মিত খাবারের সঙ্গে অতিরিক্ত হিসেবে দেয়া হবে। এছাড়া সিয়াম পালনকারীদের সুবিধার্থে ওমরাহ ফ্লাইটসহ জেদ্দা ও মদিনায় পরিচালিত সব ফ্লাইটে গরম খাবারের পরিবর্তে ঠাণ্ডা খাবার পরিবেশন করা হবে।

এমিরেটসের এবারের ইফতার বক্সের ডিজাইনে অংশ নিয়েছেন দুবাইয়ের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার বিশেষ ডিজাইনাররা। মহামারীকালে যথেষ্ট নমনীয় বুকিং অপশন এবং কভিড-১৯ কভারসহ মাল্টি রিস্ক ভ্রমণ বীমা অফার করছে এমিরেটস।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: