ঢাকা-কুনমিং ও ঢাকা-গুয়াংজু রুটে চলাচলের অনুমতি পেয়েছে বিমান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-কুনমিং এবং ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে চীন।
সোমবার (২৫ জুলাই) ঢাকায় চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-কুনমিং এবং ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালু করার অনুমোদন দিয়েছে।
অনুমোদনের ফলে দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছে চীন দূতাবাস।