নভোএয়ারের সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা
দেশের ভ্রমণপিপাসুদের জন্য সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করল দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
দুই জনের জন্য ২ রাত ৩ দিনের এই প্যাকেজের আওতায় বিমানভাড়া, হোটেলভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া থেকে আসা, সকালের নাশতার ব্যবস্থা রয়েছে এই প্যাকেজে। আর এই সুবিধা দিতে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
কক্সবাজারে এই প্যাকেজে জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৮৯৯ টাকার মাসিক কিস্তিতে ঢাকা থেকে এবং দেশের যেকোনো স্থান থেকে জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৫৮ টাকায় ভ্রমণ করা যাবে।
রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট এবং গ্রেস কক্স স্মার্ট হোটেলে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৭৪৫ টাকা এবং দেশের যেকোনো স্থান থেকে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৯০৬ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল রোজভিউ ও হোটেল নুরজাহান গ্র্যান্ডে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ১৩৯ টাকা ও দেশের যেকোনো স্থান থেকে জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৩০০ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল আগ্রাবাদে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৩৪০ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যেকোনো স্থান থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ১০১ টাকার মাসিক কিস্তিতে এ প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল লেক শোর ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
নভোএয়ার সরকার–নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন ২টি, চট্টগ্রামে ৬ ও সিলেট ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া যশোর রুটে প্রতিদিন ৫টি, সৈয়দপুরে ৫, বরিশালে ২ ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।