বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৌরবময় পথচলার ৫০ বছরে বর্ণাঢ্য আয়োজন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ এ বছর ৪ জানুয়ারি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি এয়ারলাইনসটির প্রধান কার্যালয় বলাকা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিমান পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামালসহ গণ্যমান্য অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিমানের সাবেক ও বর্তমান কর্মীবৃন্দ।
বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করা হলো।