আর্মি গল্ফ ক্লাবে ৫ম ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট সমাপ্ত
ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে চার দিনব্যাপি অনুষ্ঠিত ৫ম ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টূর্নামেন্ট ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (০৩ এপ্রিল ২০২১) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে এই টূর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টূর্নামেন্ট এর বিভাগগুলো হলো:- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। উক্ত টূর্নামেন্টে ৭০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। টূর্নামেন্টে বিজয়ীরা হলেন:- উইনার মেজর মোঃ গোলাম সাকীর ভ্যাটারান উইনার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অবঃ) সিনিয়র উইনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ লেডি উইনার মিসেস হাফিজা সুলতানা সাথী এবং জুনিয়র উইনার মাষ্টার সাবরান জামিল বিন আজাদ।
এ টুর্নামেন্টটি শনিবার (০৩ এপ্রিল ২০২১) প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান উদ্বোধন করেন।
এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিপুল সংখ্যক গলফার, ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।