চালের মূল্য নিয়ন্ত্রণে আমদানি উদারীকরণ নীতিতে যাচ্ছে সরকার
চালের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকার আমদানি উদারীকরণের নীতিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল নিম্ন আয়ের পরিবারের মাঝে নতুন স্মার্ট কার্ডের (পরিবার কার্ড) মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চালের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজারে চালের কোনো ঘাটতি নেই। নিজস্ব মজুদ ও স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এ মুহূর্তে বাজারে এ দামের কোনো যৌক্তিক কারণ দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট এ দুটো চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খুচরা লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি পেয়েছে তার থেকে পাইকারি লেভেলে বৃদ্ধিটা অনেক বেশি।’
চাল আমদানিতে উদারীকরণ নীতিতে যাচ্ছে সরকার জানিয়ে তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আমদানিকে উদারীকরণ করতে পারি। আলুর ক্ষেত্রেও আমরা উদারীকরণ করেছি। আলুর দাম ব্যাপকভাবে নেমে এসেছে। আমার কাছে মনে হচ্ছে, সাময়িক মজুদদারির ঘটনা ঘটছে।’
শেখ বশির উদ্দিন বলেন, ‘বাণিজ্য উদারীকরণের জন্য গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ টিসিবির চেয়ারম্যানকে নিয়ে বসেছি। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করতে আপাতত আমদানিকেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি। ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। এর ফলে স্থানীয় বাজারে দাম হ্রাস পাবে।’
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কাগুজে ব্যবস্থার পরিবর্তে এখন থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালিত হবে। পণ্য বিতরণে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে, তা স্বীকার করে নেয়া দরকার ছিল, সেটা আমরা করেছি। এখন ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।’
শেখ বশির উদ্দিন জানান, এরই মধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক নয়, ক্রয় কার্যক্রমকেও আরো বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করা হবে। বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় দেয়া অন্তত ৪৩ লাখ কার্ড তদন্তপূর্বক বাতিল করেছে টিসিবি।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ২০০ টাকায় দুই লিটার ভোজ্যতেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল ও ৭০ টাকায় এক কেজি চিনি কিনতে পারবেন। নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে এ কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান টিসিবি।
টিসিবির কার্যক্রম বৃদ্ধি করা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে। এতে সরকারি ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। সরকার টিসিবির ক্রয় কার্যক্রমে অধিকসংখ্যক ব্যবসায়ীকে যুক্ত করতে আগ্রহী। ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করতে গিয়ে ১ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারলে আরো বেশিসংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেয়া যাবে।’
আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, ‘এবারের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুদ করা হবে। হিমাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে। আমদানি করা ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে।’
অনুষ্ঠানে টিসিবির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বক্তব্য দেন। এ সময় নবনিযুক্ত টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সাল আজাদ উপস্থিত ছিলেন।