South east bank ad

এআইইউবিতে আর্থিক অন্তর্ভুক্তি ও তরুণদের আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সেমিনার আয়োজন করল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এআইইউবিতে আর্থিক অন্তর্ভুক্তি ও তরুণদের আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সেমিনার আয়োজন করল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিসম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি এআইইউবি বিজনেস ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে `ফাইন্যান্সিয়াল ইনক্লুশনএনগেজিং অ্যান্ড এম্পাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি ছিল প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’ এর অংশযা দেশের শিক্ষা প্রতিষ্ঠান  সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কনভেনশনাল  ইসলামিক উভয় ব্যাংকিং সুবিধাসহ একটি সমন্বিত ব্যাংকিং সেবার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে।

সেমিনারে বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উদ্যোগটির লক্ষ্য ছিল শুধু আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি নয়বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানউদ্যোক্তা উন্নয়ন  নেতৃত্বগুণ অর্জনে প্রয়োজনীয় জ্ঞান  দক্ষতায় সমৃদ্ধ করা। বিশেষ করে আর্থিক সাক্ষরতাদায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং  আর্থিক খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে এআইইউবির সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইফুল ইসলামপ্রো-ভাইস চ্যান্সেলর  অধ্যাপক মোআবদুর রহমান এবং সহযোগী অধ্যাপক  অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই (ওপিএ)-এর পরিচালক আরতারেক মওদুদ। প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমনাজিম চৌধুরীএসইভিপি  হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এসভিপি  হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

সেমিনারের প্রধান আকর্ষণ ছিল প্রাইমএকাডেমিয়া অংশ হিসেবে `প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’- যা বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে আর্থিক দায়িত্বশীল করে গড়ে তুলতে পরিকল্পিত এই অ্যাকাউন্ট সহজভাবে ব্যাংকিং যাত্রা শুরু করার সুযোগ করে দেয়।  সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার সুবিধা গ্রহণ করে আধুনিক ব্যাংকিং সেবার অভিজ্ঞতা নেন।

প্রাইম ব্যাংকের প্রতিনিধিরা তাদের বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক প্রবৃদ্ধিআর্থিক সাক্ষরতা এবং তরুণবান্ধব উদ্ভাবন বিষয়ে ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেনআগামী প্রজন্মকে ব্যাংকিং প্রক্রিয়ায় সম্পৃক্ত করা প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পৃক্ত।

এছাড়াসেমিনারে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ভবিষ্যতে শিক্ষার্থীকেন্দ্রিক আরও উদ্যোগগবেষণা সহযোগিতা  দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণে প্রাইম ব্যাংক  এআইইউবি উভয়ই দৃঢ় আগ্রহ প্রকাশ করে।

প্রাইমএকাডেমিয়া উদ্যোগের অংশ হিসেবে এই সেমিনার প্রমাণ করে যেপ্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবা কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধযার আওতায় রয়েছে প্রতিষ্ঠানভিত্তিক ব্যাংকিংডিজিটাল ফি সংগ্রহপেরোল সেবাস্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কাস্টমাইজড অ্যাকাউন্টসবই একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: