নতুন বিওয়াইডি গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা দেবে ইস্টার্ন ব্যাংক

সিজি রানার বিডি থেকে সম্পূর্ণ নতুন বিওয়াইডি গাড়ি কেনার জন্য ক্রেতাদের অটো লোন দিচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার এবং সিজি রানার বিডি লিমিটেডের এমডি আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএল রিটেইল অ্যাসেট হেড মো. জাহেদ চৌধুরী ও বিওয়াইডি বাংলাদেশের সেলস হেড ফাহমিদ ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।