South east bank ad

জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রফতানি প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রফতানি প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ থেকে ৪৭৭ কোটি ৫ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে রফতানি হয় ৩৮১ কোটি ৯৫ লাখ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ৩৯৬ কোটি ২৬ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ৪১ লাখ ডলার বা ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে পোশাক খাতে পণ্য রফতানি হয়েছিল ৩১৭ কোটি ৮৪ লাখ ডলারের।

অর্থবছরের প্রথম মাসে বিশেষায়িত বস্ত্র খাতে রফতানি হয়েছে ৩ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৪ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে রফতানি হয়েছিল ২ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে হোম টেক্সটাইল খাতে রফতানি হয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ে ছিল ৬ কোটি ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি ১৩ দশমিক ২৪ শতাংশ।

জুলাইয়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ২৯ দশমিক ৬৫ শতাংশ। এ খাতে রফতানি হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ডলারের পণ্য। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার।

ইপিবির হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাইয়ে কৃষিপণ্য রফতানি হয়েছে ৯ কোটি ডলারের, যা বছরের ব্যবধানে বেড়েছে ১২ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের জুলাইয়ে কৃষিপণ্য রফতানি হয়েছিল ৮ কোটি ডলারের।

জুলাইয়ে অন্যান্য পণ্যের মধ্যে হিমায়িত ও জীবন্ত মাছ রফতানি ৪২ দশমিক ৭১ শতাংশ, প্লাস্টিক পণ্য ৭ দশমিক ৪১ শতাংশ ও হস্তশিল্প পণ্য ৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। পাট ও পাট জাতীয় পণ্যের রফতানি বেড়েছে ৪ দশমিক ৯২ শতাংশ।

সদ্য বিদায়ী অর্থবছরে মোট পণ্য রফতানি হয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের, যা আগের অর্থবছরের চেয়ে ৩৮১ কোটি ডলার বা ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি ছিল। ২০২৩-২৪ অর্থবছরে মোট রফতানি হয়েছিল ৪ হাজার ৪৪৭ কোটি ডলারের পণ্য।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: