South east bank ad

দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এই সময়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোটার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল।
ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) আমদানি-রপ্তানি কার্যক্রম ফের চালু হয়।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: