উপায় ও বিসিএল গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান উপায় ও টিএমএসএস, বগুড়ার সহযোগী প্রতিষ্ঠান বিসিএল গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিসিএল গ্রুপের এএমডি ও টিএমএসএস, বগুড়ার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সারোয়ার মাহমুদ এবং বিসিএল গ্রুপের ডিএমডি মো. মেজবাউল বারী শুভ্র উপস্থিত ছিলেন। এছাড়া উপায়ের পক্ষে ছিলেন করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম ও করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মোহাম্মদ সামসুজ্জোহা। এ অংশীদারত্বের আওতায় বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ, টিএমএসএস এলপিজি, বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ ও বিসিএল বোর্ড মিলসের বেতন ও ব্যবসায়িক লেনদেন সেবা উপায়ের মাধ্যমে সম্পন্ন হবে।


