প্রিমিয়ার ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ব্যাংকিং ফর গ্রেটার গুড’ প্রতিপাদ্যে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে ছিলেন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর, ডিএমডি সৈয়দ আবুল হাশেম, ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং ডিএমডি ও রিটেইল ব্যাংকিং প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ।


