ব্র্যাক ব্যাংক ও জিইএনের উদ্যোগে প্রশিক্ষণ পেল ৬৫ নারী উদ্যোক্তা
গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি ‘উদ্যোগ তারা গ্লোবাল এজ ২০২৫’ শীর্ষক দুই দিনব্যাপী একটি মাস্টারক্লাস দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গেটস ফাউন্ডেশনের সহায়তায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সারা দেশ থেকে ৬৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন। এ সময় জিইএন বাংলাদেশের এমডি কেএম হাসান রিপনসহ ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাস্টারক্লাসটি পরিচালনা করেন নেদারল্যান্ডসের বিজনেস কোচ মিক ওয়ালভিশ।


