ঢাকা ব্যাংকের উদ্যোগে আইইউবিতে আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি
ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে ‘আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি’র আয়োজন করা হয়। এতে সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস অফিস (সিজিপি অ্যান্ড এআর)। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ঢাকা ব্যাংকের ডিএমডি মো. মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ওয়েসলি লুন্ড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ও এসইভিপি এইচএম মোস্তাফিজুর রহমান, মানবসম্পদ উপপ্রধান ও এসভিপি মো. শফিউর রহমান, যোগাযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং এসভিপি সৈয়দ গোলাম দস্তগীর, ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ও ভিপি শামস রুমানা রিমি ও স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মোহাম্মদ সাইফুর রহমান। এ অনুষ্ঠানের পর আইইউবি ক্যাম্পাসে তিন দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


