চট্টগ্রামে ডিজিটাল পেমেন্ট বিষয়ক মতবিনিময় সভা করেছে বিকাশ
মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজনে চট্টগ্রামে ডিজিটাল পেমেন্ট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে গতকাল ‘বন্দরনগরীতে ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। মতবিনিময় সভায় অংশ নেন বারকোড ক্যাফে, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, এপিক হেলথকেয়ার, উৎসব সুপার মার্কেট, চিটাগং ক্লাব, সাজিনাজ হসপিটাল, অনলাইন ট্র্যাভেল এজেন্সি এমি, চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স, শৈল্পিক, দ্য পেনিনসুলা চিটাগং, শপিং ব্যাগসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিরা।


