কর্মসংস্থান ব্যাংকে গ্রাহকসেবা পক্ষের উদ্বোধন
কর্মসংস্থান ব্যাংক কর্তৃক ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ‘গ্রাহকসেবা পক্ষ’ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এএফএম মতিউর রহমান এ কর্মসূচির উদ্বোধন এবং চারজন নতুন তরুণ উদ্যোক্তার মধ্যে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি অরুণ কুমার চৌধুরী, ডিএমডি মেহের সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. মামুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো. শফিকুল ইসলাম মিঞাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


